শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
ডিগাবাজী দিয়ে নৌকা প্রতীক নিয়ে সফল হলেন আজাদ
Home Page » এক্সক্লুসিভ » ডিগাবাজী দিয়ে নৌকা প্রতীক নিয়ে সফল হলেন আজাদ
বঙ্গ-নিউজ: ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী বৈতরনী পার হতে ব্যর্থ হলেও রাজনৈতিক ডিগাবাজী দিয়ে অবশেষে নৌকা প্রতীক নিয়েই সফল হলেন আজাদ। বৃহস্পতিবার (২৯ মার্চ) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে তিনি এ সফলতা অর্জন করেন।
গত ইউপি নির্বাচনে যত ভোটের ব্যাবধানে ফেল করেছিলেন বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ এবার ঠিক উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রায় সমপরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নের ৯টি কেন্দ্রে আজাদ পেয়েছেন মোট ৪৮৭৮ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মুরাদের স্ত্রী সামিনা সুলতানা পেয়েছেন ৪২৬৬ ভোট।
এদিকে ভোট চলাকালীন সময়ে তেতুলিয়ার বিভিন্ন কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার সময় প্রিজাইডিং অফিসার মোট ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরাফাত বাবু ও নূরুল হক সহ ৩ জন এবং তেতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে আরমান সহ দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রির্টানিং অফিসার একে এম সাইদুজ্জামান।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ মারা যাওয়ায় তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারাম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০:৩৭:৩৩ ৪৮৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম