শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

বাড়িতে স্ত্রীর লাশ রেখে প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করলেন দবিরুল ইসলাম এমপি

Home Page » এক্সক্লুসিভ » বাড়িতে স্ত্রীর লাশ রেখে প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করলেন দবিরুল ইসলাম এমপি
শুক্রবার, ৩০ মার্চ ২০১৮



 

ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ: বাড়িতে স্ত্রী মমেনা খাতুনের লাশ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সভাপতিত্ব করলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি।

গত বুধবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দবিরুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

দবিরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের একদিন আগের রাতে বুধবার রাত ১১টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমার লাশ বাড়িতেই রাখা হয়েছে।

তিনি জানান, শুক্রবার (৩০ মার্চ) সকাল ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলার আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে জানাজা শেষে উপজেলার বড়বাড়ী গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১:২৫:১৪   ৬৫৭ বার পঠিত   #  #  #  #  #  #