শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
আজ জরুরি সংবাদ সম্মেলন করবেন ফখরুল
Home Page » জাতীয় » আজ জরুরি সংবাদ সম্মেলন করবেন ফখরুল
বঙ্গ-নিউজ: খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাসহ বর্তমান পরিস্থিতির উপরে জরুরি সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসনের উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, দলের মহাসচিব শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
দলটির সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরবেন।
গতকাল ২৯ মার্চ বেলা ৩টায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে দেখা করেননি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়া একমাসেরও অধিক সময় ধরে সেখানে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:০৮:৫০ ৪৪৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম