শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে অাওয়ামীলীগের জয়
Home Page » এক্সক্লুসিভ » সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে অাওয়ামীলীগের জয়আল-আমিন আহমেদ সালমান, (স্টাফ রিপোর্টার) বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদ্য প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই আওয়ামী লীগের প্রার্থী নাদের বখ্ত। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৬,৩৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৯,৪৮৫ ভোট। বিএনপি মনোনিত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ধানের শীষের প্রতীকে পেয়েছেন মাত্র ১,৮০৭ ভোট।
উল্লেখ্য, নির্বাচনের মেয়র পদে তিনজন প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের নাদের বখত, বিএনপির দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও অন্যজন স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকে দেওয়ান গণিউল সালাদীন।
বাংলাদেশ সময়: ৮:২০:১৭ ৫৮৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News