বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, জ্বালাও-পোড়াও আর হচ্ছে না:তোফায়েল

Home Page » জাতীয় » রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, জ্বালাও-পোড়াও আর হচ্ছে না:তোফায়েল
বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮



বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বঙ্গ-নিউজ: এককভাবে বাজারে যাতে কেউ কর্তৃত্ব করতে না পারে সেদিকে সরকার দৃষ্টি রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে এবং জ্বালাও-পোড়াও আর হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতা নিশ্চিতকরণ-বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা বলেন ।

কমিশনকে যুগোপযোগী করতে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, “ব্যবসায় মনোপলি যাতে না হয়। বাজারে যাতে এককভাবে কেউ কর্তৃত্ব করতে না পারে সেদিকে আমরা দৃষ্টি রাখব।”

২০১২ সালের ২১ জুন আইন প্রণয়নের পর ২০১৬ সালে কাজ শুরু করেছিল বলে বাণিজ্যমন্ত্রী জানান।

বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “সবচেয়ে বড় কথা রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালাও-পোড়াও আর হচ্ছে না- এটি ভাল লক্ষণ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সাল আহমেদ বলেন, প্রতিযোগিতা কমিশনের কাজ করতে হবে ২০৪১ সালের দিকে লক্ষ্য রেখে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৬   ৪৪৬ বার পঠিত   #  #  #  #  #  #