বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো না মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরবঙ্গ-নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাক্ষাৎ করার কথা ছিলো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।চেয়ারপারসন অসুস্থ বোধ করায় সাক্ষাৎ হচ্ছে না।
এরপর বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ স্থগিত হওয়ার খবর নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় মহাসচিবের সাক্ষাৎ স্থগিত হয়েছে।
দলীয় সুত্রে জানা যায়, কারাগার থেকে বলা হয়েছে,খালেদা জিয়া অসুস্থ থাকায় দেখা হবে না। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
গত মাসের ৮ তারিখ রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবাস করছেন।
বাংলাদেশ সময়: ১৮:১৩:৩১ ৭০৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #খালেদা জিয়া