বুধবার, ২৮ মার্চ ২০১৮
দক্ষিণ বংশীকুন্ডায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Home Page » বিবিধ » দক্ষিণ বংশীকুন্ডায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতবিভাগীয় প্রতিনিধি,বঙ্গনিউজঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা গ্রাম মাঠে আজ বুধবার বিকাল সাড়ে চারটায় রৌহা গ্রাম প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ তে খিদিরপুর স্পোর্টিং ক্লাব বনাম রংচী স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।এতে দক্ষিণ বংশীকুন্ডা ও কলমাকান্দা সদর ইউনিয়নের হাজার হাজার দর্শনার্থী এই খেলায় স্বতস্ফূর্ত ভাবে যোগ দেয়।হাওর এলাকার বিনোদনবিহীন মানুষজন যেনো ফিরে পেয়েছে তাদের নিজের স্বীয় সত্ত্বাকে।তাই আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিলনা দর্শকদের মাঝে। বিকেল বেলার জলমলে রোদেলা মাঠটি যেনো আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছিল বহুগুণে।৮ টি টিমের ১৬ টি ম্যাচের আজ ছিল ফাইনাল।খেলার প্রধান আকর্ষণ ছিল “রঙ্গিন টেলিভিশন”।দুদলই প্রাণপণ চেষ্টা ছিল কাঙ্খিত পুরস্কারটি জেতার জন্য।তবে শেষ পর্যন্ত ১-০ গোলে খিদিরপুর জয় লাভ করে।খেলা শেষে খেলোয়াড়দের উদ্যেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চেয়ারম্যান আজিম মাহমুদ ও লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।পরে উপস্থিত জনতার সামনে চেয়ারম্যান আজিম মাহমুদ বিজয়ী খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেনের হাতে ১৭ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন।
এসময় আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা কলেজের প্রভাষক রিপন আহমেদ,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ধনঞ্জয় সরকার,সহকারি শিক্ষক জুটন মিয়া,সাতুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাহফুজ হাসান,বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, ইউপি সদস্য পারভীন আক্তার, ইউপি সদস্য কামরুজ্জামান, ইউপি সসদস্য কামরুল ইসলাম,খেলা কমিটির সভাপতি মজিবুর রহমান,স্থানীয় মুরুব্বি আসর উদ্দিন,জালাল আহমেদ,ডা.মুতালিব মিয়া প্রমুখ।
ম্যাচটি সফলভাবে পরিচালনা করেন রেফারি মোঃ আক্কেল আলী,লাইন ম্যান রেফারি রেজাউল আলম পিন্টু,আজিবুর রহমান এবং কমেন্টেটর্স রায়হান উদ্দিন সোহেল।
বাংলাদেশ সময়: ২০:৪৫:১৩ ৭৩৬ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper