শুক্রবার, ১৪ জুন ২০১৩
“স্পেন যুগের সমাপ্তি ব্রাজিল বিশ্বকাপে”
Home Page » খেলা » “স্পেন যুগের সমাপ্তি ব্রাজিল বিশ্বকাপে”বঙ্গ -নিউজ ডটকোমঃ জাভি, ইনিয়েস্তা, তোরেসের মতো দুর্দান্ত সব খেলোয়াড়দের হাত ধরে এসেছিল টানা দুটি ইউরোপ সেরার শিরোপা, আর একবার বিশ্বসেরার মুকুট। অসাধারণ কীর্তি গড়ে ফুটবল বিশ্বে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে স্প্যানিশ ফুটবল। তবে ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের পর এর সমাপ্তি দেখছেন দলের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।৩২ বছর বয়সী এই গোলরক্ষকের নেতৃত্বে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপস জিতেছিল স্পেন। আর ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ক্যাসিয়াস বাহিনী। কনফেডারেশন্স কাপের অনুশীলনের মাঝে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যত নিয়ে কথা বললেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।
২০১৭ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ ক্যাসিয়াস তরুণদের সুযোগ দিতে চান জাতীয় দলে,‘ব্রাজিলে বিশ্বকাপ শেষে সম্ভবত আমাদের অনেকে অবসর নিবে। তরুণদের সুযোগ করে দিবে। স্প্যানিশ ফুটবলের একটি যুগের সমাপ্তি ঘটবে।’ ইঙ্গিত দিলেন নিজের বিদায়েরও,‘আমার শরীর যতদিন সায় দেয় ততদিন খেলে যাব। এটা মনস্তাত্ত্বিক প্রশ্নের চেয়ে বেশি কিছু। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বিষয়টি মাথায় রেখেছি।’
প্রায় পাঁচ মাস ফুটবল থেকে বাইরে থাকতে হয়েছে ক্যাসিয়াসকে। ক্লাবের পাশাপাশি সুযোগ হয়নি জাতীয় দলেও। গত সপ্তাহে অবশ্য ভিনসেন্ত দেল বস্ক গোলপোস্টের নিচে অভিজ্ঞ ক্যাসিয়াসকে রাখার শক্ত আভাস দেন,‘ও ফিট। আগের মতোই ফর্ম ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি।’
কনফেডারেশন্স কাপে রোববার স্পেনের প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে।
বাংলাদেশ সময়: ১৫:৫০:১১ ৪০৫ বার পঠিত