
বুধবার, ২৮ মার্চ ২০১৮
সাঁতারের পোশাকে সুহানার ছবি আবারও ভাইরাল
Home Page » বিনোদন » সাঁতারের পোশাকে সুহানার ছবি আবারও ভাইরালবঙ্গ-নিউজঃ বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খানের কন্যা তিনি। বয়স মাত্র ১৭। কিন্তু এরই মধ্যে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বলিউডে নিজের আগমনী বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি সুহানা খান। এই টিনএজ ক্রমেই বলিউড ভক্ত-দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছেন। জায়গা করে নিচ্ছেন সংবাদমাধ্যমে।
ইন্টারনেট দুনিয়াতেও অন্যান্য স্টার কিডদের মতোই জনপ্রিয় সুহানা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয়েছে ফ্যান ক্লাব। তাদের মাধ্যমেই মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে সুহানার ছবি।
সম্প্রতি, সুইমিং পুলে বন্ধুর সঙ্গে স্নানের সময় সুহানার একটি ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, মেয়ে বন্ধুর সঙ্গে সাঁতারের পোশাক পরা হাস্যাজ্জ্বল সুহানা।
তবে এই প্রথম নয় এর আগেও সুহানার স্নানের ছবি ভাইরাল হয়েছে। সম্প্রতি, মেয়ের বলিউডযাত্রা নিয়ে মুখ খুলেছেন গৌরী খানও। জানিয়েছেন, গ্র্যাজুয়েশন শেষ করার আগেই মডেলিংয়ে নামতে যাচ্ছেন সুহানা। একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে দেখা যাবে কিং খানের কন্যাকে। তবে ম্যাগজিনের নাম জানাননি গৌরী। সূত্র: জিনিউজ।
বাংলাদেশ সময়: ১৫:৫১:০২ ৮৮৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #hot news #World News