বুধবার, ২৮ মার্চ ২০১৮

ধর্মপাশায় শিক্ষক লাঞ্চিত

Home Page » এক্সক্লুসিভ » ধর্মপাশায় শিক্ষক লাঞ্চিত
বুধবার, ২৮ মার্চ ২০১৮



ফাইল-ছবিস্টাপ রিপোর্টার,বঙ্গ-নিউজ :সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের  সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কর্তৃক  লাঞ্চিত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  গেল সোমবার ধর্মপাশা উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন নির্মাণ বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেককে অকথ্য ভাষায় গালাগাল করেন এমপি রতন।

ঐ দিন বেলা আড়াইটার দিকে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকি মিছিল বের করে। এতে দূর্বৃত্তরা অর্তকিত হামলা চালায় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী অাহত হয়।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলমগীর কবিরের ষ্টোর ও অফিসে হামলা চালায় এমপি সমর্থকেরা।

বে-সরকারী শিক্ষক ফোরাম ঢাকা মহানগর এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

ঐ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাকেরা এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী’র সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৩০   ৯৩৭ বার পঠিত