মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
প্রবাসী কবি গুলশান আরা রুবি’র কবিতা “শেষ বিকেল”
Home Page » সাহিত্য » প্রবাসী কবি গুলশান আরা রুবি’র কবিতা “শেষ বিকেল”
আমি শেষ বিকেলের সূর্য্য
নিভে যাবার সময় কালে,
দু:খের সাগরে ভাসলাম
শত ব্যাথা নিয়ে অকুল ধরিয়ায়।
দু:খকে নিয়েছি আপন করে
দু:খ আমার জীবন
দু:খ আমার মরন ।
দু:খ আমার জীবন সাথী
এই দু:খের মাঝে আছে আরো
শেষ জীবনের ঘাঁটি।
নাইবা পেলাম ভবের মেলায়
সুখের সাথী ,
তাতে দু:খ কিসের
আজ আছি কাল নাই
এই ভবেরী খেলায় ।
নাইবা পেলাম সুখের দেখা
নাইবা পেলাম শান্তি
পর জীবনে কি হবে
তা নিয়ে ভ্রান্তি ,
এই ভবের ঘাঁটে আসিয়া কি করিলাম ।
মিছে এই দুনিয়া
মিছে বন্ধু-বান্ধব,
মিছে সুখ মিছে শান্তি মিছে সবই।
দু:খ বল সুখ বল
ভাই বল কিছু আপন নয়
এই জীবনের জগৎ সংসারে।
বাংলাদেশ সময়: ২৩:২০:৫৮ ১১৮১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #কবিতা