প্রবাসী কবি গুলশান আরা রুবি’র কবিতা “শেষ বিকেল”

Home Page » সাহিত্য » প্রবাসী কবি গুলশান আরা রুবি’র কবিতা “শেষ বিকেল”
মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮



 

আমি শেষ বিকেলের সূর্য্য

নিভে যাবার সময় কালে,

দু:খের সাগরে ভাসলাম

শত ব্যাথা নিয়ে অকুল ধরিয়ায়।

দু:খকে নিয়েছি আপন করে

দু:খ আমার জীবন

দু:খ আমার মরন ।

দু:খ আমার জীবন সাথী

এই দু:খের মাঝে আছে আরো

শেষ জীবনের ঘাঁটি।

নাইবা পেলাম ভবের মেলায়

সুখের সাথী ,

তাতে দু:খ কিসের

আজ আছি কাল নাই

এই ভবেরী খেলায় ।

নাইবা পেলাম সুখের দেখা

নাইবা পেলাম শান্তি

পর জীবনে কি হবে

তা নিয়ে ভ্রান্তি  ,

এই ভবের ঘাঁটে আসিয়া কি করিলাম ।

মিছে এই দুনিয়া

মিছে বন্ধু-বান্ধব,

মিছে সুখ মিছে শান্তি মিছে সবই।

দু:খ বল সুখ বল

ভাই বল কিছু আপন নয়

এই জীবনের জগৎ সংসারে।কবি গুলশান অারা রুবি

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৮   ১১৬৪ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ