মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবসে দক্ষিণ বংশীকুন্ডায় শিক্ষা উপকরণ বিতরণ

Home Page » বিবিধ » স্বাধীনতা দিবসে দক্ষিণ বংশীকুন্ডায় শিক্ষা উপকরণ বিতরণ
মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮



স্টাফ ররিপোর্টার বঙ্গনিউজঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউ পি’র বংশীকুন্ডা কলেজ ক্যাম্পাসে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আয়োজিত সদ্য সমাপ্ত টাঙ্গুয়া পারের স্বাধীনতা উৎসবে সংগঠনটির আহ্বায়ক সাজেদা আহমদ তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে স্কুল,কলেজ, মাদ্রাসা মিলে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠাণের ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স,কলম,কলমদানি,স্কেল,খ ইত্যাদি প্রায় ১০’০০০ টাকার সমমূল্যের শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ,অনুষ্ঠাণের পৃষ্ঠপোষক দক্ষিণ বংশীকুন্ডা ইউ.পি’র সাবেক চেয়ারম্যান রাসেল আহমেদ,হাওরকবি জীবন কৃষ্ণ সরকার,শিল্পী দিনবন্ধু বিশ্বাস,শিল্পী নরেশ দাশ,বাউল কবি সুধীর রঞ্জন সরকার,বংশীকুন্ডা কলেজের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ,আল-আমিন আহমেদ সালমান(সাংবাদিক) সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের কাছে টাঙ্গুয়ার হাওরে পর্যটন কেন্দ্র স্থাপন না করে হাওরভিত্তিক একটি বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাউল সুধীর রঞ্জন সরকারের গণসঙ্গীতের মাধ্যমে উপস্থিত সকলের কাছে দাবিটির তাৎপর্যতা তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৬   ৫০৮ বার পঠিত