শুক্রবার, ১৪ জুন ২০১৩

বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি
শুক্রবার, ১৪ জুন ২০১৩



watch-300x207.pngবঙ্গ- নিউজ ডটকমঃ নমনীয় ইস্পাতের টুকরো দিয়ে সিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইমিং তৈরি করেছে বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি।শূণ্য দশমিক আট মিলিমিটার পুরু এই ঘড়িটি একটি ক্রেডিট কার্ডের চেয়েও পাতলা।

মাত্র দশ মিনিটেই চার্জ করা যায় ঘড়িটির ব্যাটারি এবং একবার চার্জ দিলেই প্রায় এক মাস চলবে। ১৫ বছরের মেয়াদ সম্পন্ন এই ব্যাটারিটি ১০ হাজার বার চার্জ করা যায়।

সিএসটি-০১ নামের এই ঘড়ির ইলেট্রনিক ইংক ডিসপ্লেতে সময় দেখা যাবে। কিন্ডল ই-রিডারেও এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ঘড়িটিকেই অনেক বেশি পাতলা করতেই এটিতে কোনো স্ক্রু বা বোতাম ব্যবহার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪১   ৪৯২ বার পঠিত