মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে:আনিসুল হক
Home Page » এক্সক্লুসিভ » ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে:আনিসুল হকবঙ্গ-নিউজ:বিএনপি ও জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর থেকে তারা এ ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলাকার কদম তলায় মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিত কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জে হাক্কানী, অ্যাডভোকেট রাশেদুল কায়ছার জীবন, রহুল আমীন ভূইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, নারী ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম।
বাংলাদেশ সময়: ২১:১৭:৩২ ৫০৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম