মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
আওয়ামী লীগই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করেছে:শেখ হাসিনা
Home Page » এক্সক্লুসিভ » আওয়ামী লীগই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করেছে:শেখ হাসিনাবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করেছে। আওয়ামীলীগের জন্যই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
পাকিস্তান আমলে সবক্ষেত্রে বাঙালিরা চরম বৈষম্যর শিকার ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে সব নির্দেশনা ছিল।
তিনি বলেন, বিএনপি বিশেষ একটি এজেন্সি ভাড়া করে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি খোজার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছু পায়নি।
দীর্ঘ বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নানা সময় কী কী ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তাকে গ্রেফতারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘তখন অত্যাচার নির্যাতন করেছে বিএনপি সরকার। আর গ্রেফতার করা হলো আমাকে। কারা এই কাজ করেছে, তা আমি জানি। তাদের হিসাব নিকাশ পরে করব।
বাংলাদেশ সময়: ২১:০৪:৩৯ ৪৭৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম