মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮

ভাঙ্গায় স্বাধীনতা দিবসে কাজী জাফরউল্লাহ- স্বাধীনতার চেতনা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় স্বাধীনতা দিবসে কাজী জাফরউল্লাহ- স্বাধীনতার চেতনা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে
মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮



ভাঙ্গায় স্বাধীনতা দিবসে কাজী জাফরউল্লাহ- স্বাধীনতার চেতনা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে

ফরিদপুর অফিস:-
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) ও বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি বলেন, এই স্বাধীনতার চেতনা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। কাজী জাফরউল্লাহ্ বলেন, জননেত্রী শেখ হাসিনা বর্তমানে উন্নয়নশীল বিশ্বের একমাত্র প্রতিবাদি কন্ঠস্বর। জাফরউল্লাহ্ আরও বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে আমার বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা দেশকে স্বাধীন করেছে। আজকে আমাদের গর্বের দিন, আজকে আমাদের পতাকা আছে, আজকে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব আছে, আজকে আমরা সব জায়গায় বিশ্বে মাথা উঁচূ করে চলতে পারি।
অন্যান্নের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবু ফয়েজ মো: রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ তালাশ মাহাবুব বুখারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫২   ৭৫১ বার পঠিত   #  #  #  #