
মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য অ্যাপলের ১৩ ইমোজি
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য অ্যাপলের ১৩ ইমোজিবঙ্গ-নিউজঃ প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে নতুন ১৩ ইমোজি নিয়ে আসছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ইমোজি নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে এরই মধ্যে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএননের।
প্রস্তাবিত ১৩ ইমোজির মধ্যে রয়েছে- হুইলচেয়ারে বসা মানুষ, কৃত্রিম হাত, সাহায্যকারী কুকুর ও শ্রবণ সহায়ক যন্ত্র।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ইমোজি মানুষের যোগাযোগের পরিধি বাড়িয়েছে কিন্তু প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোনো ইমোজি না থাকায় তারা কিছুটা পিছিয়ে। তাই আমরা তাদের জন্য ইমোজি আনার সিদ্ধান্ত নিয়েছি। অন্ধ ও স্বল্প দৃষ্টি সম্পন্ন, বধির এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের এই ইমোজিগুলো বিশেষ সহায়তা করবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের শীর্ষ সংগঠন আমেরিকার কাউন্সিল অব দ্য ব্লাইন্ড, সেরিব্রাল পালসি ফাউন্ডেশন এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডাফ- এ তিন সংগঠনকে সঙ্গে নিয়ে অ্যাপল ১৩ ইমোজি আনার প্রস্তাব দিয়েছে ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে।
ইউনিকোড কনসোর্টিয়াম এসব ইমোজি অনুমোদন করার পর অ্যাপল ও অন্যান্য সফটওয়্যার নির্মাতা কোম্পানি এগুলো আলাদাভাবে নকশা করবে। ফলে আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে কিছুটা তফাৎ থাকবে।
বাংলাদেশ সময়: ১২:০৪:২০ ৫৮৮ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper