প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য অ্যাপলের ১৩ ইমোজি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য অ্যাপলের ১৩ ইমোজি
মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে নতুন ১৩ ইমোজি নিয়ে আসছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ইমোজি নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে এরই মধ্যে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএননের।

প্রস্তাবিত ১৩ ইমোজির মধ্যে রয়েছে- হুইলচেয়ারে বসা মানুষ, কৃত্রিম হাত, সাহায্যকারী কুকুর ও শ্রবণ সহায়ক যন্ত্র।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ইমোজি মানুষের যোগাযোগের পরিধি বাড়িয়েছে কিন্তু প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোনো ইমোজি না থাকায় তারা কিছুটা পিছিয়ে। তাই আমরা তাদের জন্য ইমোজি আনার সিদ্ধান্ত নিয়েছি। অন্ধ ও স্বল্প দৃষ্টি সম্পন্ন, বধির এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের এই ইমোজিগুলো বিশেষ সহায়তা করবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের শীর্ষ সংগঠন আমেরিকার কাউন্সিল অব দ্য ব্লাইন্ড, সেরিব্রাল পালসি ফাউন্ডেশন এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডাফ- এ তিন সংগঠনকে সঙ্গে নিয়ে অ্যাপল ১৩ ইমোজি আনার প্রস্তাব দিয়েছে ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে।

ইউনিকোড কনসোর্টিয়াম এসব ইমোজি অনুমোদন করার পর অ্যাপল ও অন্যান্য সফটওয়্যার নির্মাতা কোম্পানি এগুলো আলাদাভাবে নকশা করবে। ফলে আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে কিছুটা তফাৎ থাকবে।

বাংলাদেশ সময়: ১২:০৪:২০   ৫৪৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ