সোমবার, ২৬ মার্চ ২০১৮

বংশীকুন্ডায় জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার স্বাধীনতা দিবস উদযাপন

Home Page » প্রথমপাতা » বংশীকুন্ডায় জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার স্বাধীনতা দিবস উদযাপন
সোমবার, ২৬ মার্চ ২০১৮



ছবি হাওর পারের স্বাধীনতা উৎসব ২০১৮আল-আমিন আহমেদ সালমান,স্টাপ রিপোর্টার বঙ্গ-নিউজ:-আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা কলেজ ক্যাম্পাসে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা, ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্য শিক্ষা উপকরণ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠাণ।

সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোর মধ্যে ছিল ধামাইল গান, অাদিবাসীদের লেওয়াটানা গানের তালে নৃত্য, হাওরসাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস)’র সৌজন্যে  কবিতা আবৃত্তি, লোকগীতি,গণসংগীত ও শিশুদের  বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।

এর আগে সকাল সাড়ে নয়টা  থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি পুষ্পক স্থবক অর্পন,জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ,সদ্যপ্রয়াত বীরপ্রতীক কাঁকনবিবি সস্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।বঙ্গ-নিউজ

দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি সাজেদা আহমেদ,অনুষ্ঠাণের পৃষ্ঠপোষক  দক্ষিণ বংশীকুন্ডা ইউ.পি’র সাবেক  চেয়ারম্যান রাসেল আহমেদ,হাওরকবি জীবন কৃষ্ণ  সরকার,শিল্পী দিনবন্ধু বিশ্বাস,শিল্পী নরেশ দাশ,বাউল কবি সুধীর রঞ্জন সরকার,অমিত হাসান রাজু,বংশীকুন্ডা কলেজের প্রভাষক রিপন আহমেদ, আলমগীর হোসেন,দেলোয়ার হোসেন, নুর আলম,শিক্ষার্থীবৃন্দ,সহ  স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৩৩   ১৭৬২ বার পঠিত   #  #  #  #  #  #