সোমবার, ২৬ মার্চ ২০১৮
স্বাধীনতা উৎসবে স্বরচিত গনসংগীত পরিবেশন করলেন বাউল সুধীর রঞ্জন সরকার
Home Page » বিবিধ » স্বাধীনতা উৎসবে স্বরচিত গনসংগীত পরিবেশন করলেন বাউল সুধীর রঞ্জন সরকারস্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ
জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা উৎসবে স্বরচিত গনসংগীত পরিবেশন করলেন বাউল সুধীর রঞ্জন সরকার।আজ দুপুর বারোটায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা কলেজ ক্যাম্পাসে স্বাধীনতা উৎসবে বেহেলা সংযোগে টাঙ্গুয়ার হাওর সম্পর্কিত স্বরচিত গান পরিবেশন করেন তিনি।এ সময় দর্শক শ্রোতা আবেগাপ্লুত হয়ে পড়েন।পরে দর্শকদের অনুরোধে আরেকটি স্বরচিত গান পরিবেশন করেন তিনি।এর আগে বিগত কয়েক বছর পূর্বে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ -১ আসনের মাননীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন’র নির্বাচনী জনসভায় প্রায় ২৫০০০ দর্শকের সামনে স্বরচিত গান গেয়ে এমপি কর্তৃক পুরস্কৃত হন তিনি।
আয়োজিত অনুষ্ঠানে লোক সঙ্গীত ছাড়াও হাওর পাড়ের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যগীত,লিওয়াটানা হাজং নৃত্য, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস)’র সৌজন্যে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৭ ৫৫৮ বার পঠিত