সোমবার, ২৬ মার্চ ২০১৮

“বিশরপাশা এভারগ্রীন কিন্ডারগার্টেনের বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রা”

Home Page » শিক্ষাঙ্গন » “বিশরপাশা এভারগ্রীন কিন্ডারগার্টেনের বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রা”
সোমবার, ২৬ মার্চ ২০১৮



---নেত্রকোনা প্রধিনিধি, বঙ্গ-নিউজ:- আজ সোমবার ২৬  মার্চ ৪৮তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রোকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এভারগ্রীন কিন্ডারগার্টেন  বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি,  প্রতিষ্ঠানের সকল কোমলমতী শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রানবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রাটি এভারগ্রীন কিন্ডারগার্টেন প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিশরপাশা বাজার প্রদক্ষিণ করে অাবার ঔ স্থানে এসে শেষ হয়।

এভারগ্রীন কিন্ডারগার্টেনের পরিচালক বিপ্লব চন্দ্র সাহা বঙ্গ-নিউজকে জনান, বরাবরের ন্যায় এবারেও আমাদের (এভারগ্রীন কিন্ডারগার্টেন)ক্ষুদ্র অায়োজন যা গ্রাম অঞ্চল তথা শহড়ের সাংস্কৃতিক পরিমন্ডলের বিপ্লব ত্বরান্বিত হয়েছে এবং যুগোপযোগী অাধুনিক শিক্ষার সকল অগ্রযাত্রার পথ বেগবান হওয়ার সৃজনশীল ভূমিকায় অবর্তীন হবে।বঙ্গ-নিউজ

বাংলাদেশ সময়: ১০:৩৩:০৯   ৮৩১ বার পঠিত