সোমবার, ২৬ মার্চ ২০১৮
বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য গুগল ডুডলে
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য গুগল ডুডলেবঙ্গ-নিউজঃ প্রতিবারের মতো এবারও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে লাল-সবুজের বক্সের মধ্যে সাদা বর্ণে গুগল লেখা এবং উপরে অর্ধচন্দ্রের বৃত্তের মাঝখানে লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা।
রবিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।
এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেয় গুগল কর্তৃপক্ষ।
ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১:৩০:৫৬ ৫৯৬ বার পঠিত