শুক্রবার, ১৪ জুন ২০১৩
মহিপালে ফ্লাইওভার নির্মাণ করা হবে: যোগাযোগমন্ত্রী
Home Page » জাতীয় » মহিপালে ফ্লাইওভার নির্মাণ করা হবে: যোগাযোগমন্ত্রীবঙ্গ- নিউজ ডটকমঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে ফ্লাইওভার নির্মাণ করা হবে।তিনি আরো বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ফেনীবাসীকে আমি কথা দিয়েছিলাম। সুসংবাদ দিতে চাই। আগামী এক মাসের মধ্যেই ৫৬০ মিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভারের টেন্ডার আহবান করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফোর লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে শুক্রবার সকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিংসহ আরও তিনটি রেলক্রসিংয়ে ২২৯ কোটি টাকা ব্যয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এটি নির্বাচনের বছর। মহসড়কে অবৈধ স্থাপনা উদ্ধার করতে জনপ্রতিনিধিরা সহযোগিতা করবেন। নতুবা আমরা ব্যবস্থা নেব।
সড়কের পাশে ব্যবসা-প্রতিষ্ঠান অবৈধ বিলবোর্ড যানজটের অন্যতম কারণ বলে যোগাযোগমন্ত্রী দাবি করেন।
মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন দুর্ঘটনার কারণ বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের এ নেতা মন্তব্য করে বলেন, সংসদ সদস্যরা জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে জমিদারের মতো আচরণ করলে আগামী নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।
এসময় তিনি বলেন, শনিবার অনুষ্ঠিতব্য চার সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের রেশ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ফোর লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫:৪০:৪৭ ৪৬৩ বার পঠিত