রবিবার, ২৫ মার্চ ২০১৮
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প
বঙ্গ-নিউজ: ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসাও করেছেন তিনি। তাদের আশ্রয় দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদও দিয়েছেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক চিঠিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান তিনি। রবিবার (২৫ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে রোহিঙ্গা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই নারী-পুরুষ ও শিশুদের পাশে দাঁড়ানো ও তাদের সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেছেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে আমেরিকার জনগণকে নিয়ে আমিও শামিল হবো। বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির প্রশংসা করি আমরা। একইসঙ্গে গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের অংশীদারিত্বকে জোরদার করতে চাই। আমাদের আন্তরিকতা উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
দুটি চিঠিতেই সবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে বাংলাদেশের সবার প্রতি রইলো আমার শুভ কামনা।’
বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৫ ৫৮৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম