
রবিবার, ২৫ মার্চ ২০১৮
কমিটির অনুমোদন
Home Page » বিবিধ » কমিটির অনুমোদনআল-আমিন আহমেদ সালমান, বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জের মধ্যনগর থানার মধ্যনগর ও চামরদানী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মধ্যনগর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনোনিত হয়েছে প্রশান্ত সরকার অমল, সাধারন সম্পাদক মোঃ শাহীদুল হক ও সাংগঠনিক সম্পাদক কৃষান সরকার রাজিব।
চামরদানী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনোনিত হয়েছে মনোজিত দাস মানব, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক দ্বিপক তালুকদার দিপু। গতকাল ২৪ মার্চ এই কমিটির অনুমোদন দেন মধ্যনগর থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ মো:আলী হোসেন ও সাধারন সম্পাদক রিংকু তালুকদার।
বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৯ ৭৮৮ বার পঠিত