রবিবার, ২৫ মার্চ ২০১৮

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহত ১, ভবন ঘিরে পুলিশ

Home Page » প্রথমপাতা » ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহত ১, ভবন ঘিরে পুলিশ
রবিবার, ২৫ মার্চ ২০১৮



ফাইল ছবি।

বঙ্গ-নিউজঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। রোববার সেখানে অভিযান চালানোর কথা রয়েছে।

ফায়ার সার্ভিসের ভালুকা স্টেশনের ইনচার্জ রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ১২টার পর ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যান।

রেজাউর রহমান জানান, ফ্ল্যাটে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়কারী দল যাওয়ার পর সেখানে অভিযান চালাবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:৫৪:১১   ৫৯৭ বার পঠিত   #  #  #  #  #  #  #