রবিবার, ২৫ মার্চ ২০১৮
সাঙ্গু নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২ জনের মৃত্যু
Home Page » প্রথমপাতা » সাঙ্গু নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২ জনের মৃত্যুবঙ্গ-নিউজঃ বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রুমা উপজেলার বাজারঘাটে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শান্তুনু সরকার (২৫) এবং তার বন্ধু শাহেদ এহসান (২৬)। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম বিষয়টি নিশ্চত করেছেন।
রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সাঙ্গু নদীর বাজারঘাটে শিক্ষক শান্তুনু সরকার ও তার বন্ধু শাহেদ এহসান গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৩২:৪৯ ৯৩০ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper