শনিবার, ২৪ মার্চ ২০১৮

কবি জহিরুল ইসলামের কবিতা “ছেলের অংক”

Home Page » বিবিধ » কবি জহিরুল ইসলামের কবিতা “ছেলের অংক”
শনিবার, ২৪ মার্চ ২০১৮



ছেলের বাড়ি-

ঐ বাড়িতে আছেন মশাই

আছেন উনার সাথী

গল্প কথায় সুখের রাজ্যে

যাচ্ছে দিবা রাতি।


তারা চাকুরীজীবী -

বহু টাকা মাইনে তাদের

জীবনটা তাই বড়ই সাধের

জন্মদিনে জ্বালায় কত রং বেরংয়ের বাতি।


তারা কষেন হিসেব-

বাবা মায়ের পাওনা কত!

চব্বিশ ইন্টু এত এত……

তার চেয়ে কতই ঢের দিয়েছি

আমি বরং কি পেয়েছি?


ভবিষ্যৎ আছে না!

তাদের নিয়ে এত্ত ভেবোনা

তোমার বাবাটা একটু বেশিই গেঁয়ো

ফুরিয়ে এসেছে কিনা আয়ু

কি থেকে কি যে বলে!

তাদের সাথে কি আমাদের চলে!


আমাদের ছেলে মেয়ে-

তাদের থেকে দূরে রাখাই ভালো

না হয়, শিখবে কথা আজে বাজে

হারিয়ে যাবে আধুনিকতার আলো।


ওরে ছেলে-

তোরে হিসেব করে করিনি তো লালন পালন

বাবা হৃদয়ে যতনে দিয়েছি তোরে আসন

এই হাত দিয়ে তোরে করেছি কতই শাসন

বুকের ভিতরে ঝরেছে কত রক্ত

তুই মানুষ হবি বলে।


আজ তোর বাড়ি হলো গাড়ি হলো

হলো সাধের নারী

একবার এসে দেখে যাস

তোর মা আজও বসিয়ে আছে

উনুনে শূন্য হাড়ি।


বাপুরে-

আমার রথ গিয়েছে পরে

হয়ত যবো তোদের ছাড়ি

তোর মাকে নিয়েই চিন্তা ভীষন

ভুলতে পারেনা তোর চলন-বলন

শুধু তোর পথ পানেই থাকে চেয়ে।


এই অভাগী-

কিছু চাইতে আমি দেখিনি রে

কোন কিছুর আবদার আমি শুনিনি

শুধু শুনেছি তার হৃদয় শূন্যতার আহাজারি।

যেখানে জমায়ে আছে

মায়া, মমতা আর ভালবাসা সারি সারি।


আর তুই কিনা-

তোর হিসেব নিয়ে ভাবিস

এ ঘর আমার ও ঘর তোমার

অংক নিয়ে থাকিস

মানুষ হলি না রে

একবার মানুষ হওয়ার ভাবিস।।

—————————————-

প্রভাষক, শাহজালাল কলেজ

জগন্নাথপুর, সুনামগঞ্জ।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১১   ৮০৭ বার পঠিত