শনিবার, ২৪ মার্চ ২০১৮
স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বিবেকের কাছে প্রশ্ন’
Home Page » বিনোদন » স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বিবেকের কাছে প্রশ্ন’বঙ্গ-নিউজঃ ‘আ মরি বাংলা ভাষা/আ মরি সোনার দেশ/নাই কি কোনো আশা/সব কি তবে শেষ’— এমন সব প্রশ্ন নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবেকের কাছে প্রশ্ন’।
বাংলাঢোলের প্রযোজনায় সোমেশ্বর অলির চিত্রনাট্যে চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন আল আমিন ও রাসেল আজম। এতে অভিনয় করেছেন শিপন, জেএস হিমি, পাভেল জামান, সোহান ফেরদৌস প্রমুখ।
গত ২২ মার্চ প্রকাশিত ছবিটিতে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত ১৩ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি দর্শকদের ভাবাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাঢোলের নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘বিবেকের কাছে প্রশ্ন’ উপভোগ করা যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিস্ক্রিনে।
চলচ্চিত্রটি প্রসঙ্গে লেখক ও নির্মাতারা বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তরুণদের অবদান ছিল সবচেয়ে বেশি। আমাদের প্রিয় বাংলা ভাষা ও দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। তারা যদি সংকট উত্তোরণে এগিয়ে না আসে, দেশিয় সংস্কৃতির বিকাশে উদাসীন হয়- তাহলে সেটি হবে দুশ্চিন্তার বিষয়। আমরা মনে করি, দেশের বেশির ভাগ তরুণ বিপথগামী নয়। এ সময়ের ক্ষয়ে যাওয়া তারুণদের কার্যকলাপ আমাদের চিন্তিত করে, ভয়াবহ সাংস্কৃতিক সংকটের ইঙ্গিত দেয়। আমরা সেই চিত্র তুলে ধরেছি ছবিটিতে।
তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি এই সংকট সাময়িক। তাই তরুণদের দিকে ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তর দেবে তরুণরাই। তারাই এই সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৭:২৭:২৭ ৬৬২ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper