শনিবার, ২৪ মার্চ ২০১৮
অনুরাগের ছোঁয়া -মারিয়া আজাদ
Home Page » সাহিত্য » অনুরাগের ছোঁয়া -মারিয়া আজাদ
তুমি আজ শ্রাবণ হয়ে নামো
আমি ভিজব অঝর ধারায়,
পারো তো একটু ডেকে নিও
আমিও যাব তোমার পাড়ায়।।
অথবা ফাগুন হয়ে এসো
বাসন্তী রঙে ঢেকে,
আমি না হয় রঙিন হয়ে যাব
তোমার সবটুকু রং মেখে।
কখনো দক্ষিণা বাতাস হইও
এসে প্রাণ ছুঁয়ে দিও প্রাণে,
অথবা স্বরলিপি হইও
আমার সকল গানে।
না হলে শরৎ হয়ে এসো
শুভ্র স্বপ্ন ছাওয়া,
তোমার কাশবন বুক জুড়ে
আমি হব মাতাল হাওয়া।।
অথবা রাতের শেষে তুমি
ভোরের শিশির হইও,
আমি না হয় ফুটব বকুল শাখে
অনুরাগে অধর ছুঁয়ে দিও।
বাংলাদেশ সময়: ১:৩১:৪৫ ১৪০১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #কবিতা