অনুরাগের ছোঁয়া -মারিয়া আজাদ

Home Page » সাহিত্য » অনুরাগের ছোঁয়া -মারিয়া আজাদ
শনিবার, ২৪ মার্চ ২০১৮



ফাইল ছবি অনুরাগের ছোঁয়া
তুমি আজ শ্রাবণ হয়ে নামো
আমি ভিজব অঝর ধারায়,
পারো তো একটু ডেকে নিও
আমিও যাব তোমার পাড়ায়।।

অথবা ফাগুন হয়ে এসো
বাসন্তী রঙে ঢেকে,
আমি না হয় রঙিন হয়ে যাব
তোমার সবটুকু রং মেখে।

কখনো দক্ষিণা বাতাস হইও
এসে প্রাণ ছুঁয়ে দিও প্রাণে,
অথবা স্বরলিপি হইও
আমার সকল গানে।

না হলে শরৎ হয়ে এসো
শুভ্র স্বপ্ন ছাওয়া,
তোমার কাশবন বুক জুড়ে
আমি হব মাতাল হাওয়া।।

অথবা রাতের শেষে তুমি
ভোরের শিশির হইও,
আমি না হয় ফুটব বকুল শাখে
অনুরাগে অধর ছুঁয়ে দিও।

মারিয়া আজাদ

বাংলাদেশ সময়: ১:৩১:৪৫   ১৪০০ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ