শুক্রবার, ২৩ মার্চ ২০১৮

গুলশান আরা রুবি’র”ময়নার ভালবাসা”

Home Page » সাহিত্য » গুলশান আরা রুবি’র”ময়নার ভালবাসা”
শুক্রবার, ২৩ মার্চ ২০১৮



---

ময়না বলে আয়রে আয়
আমার মদন কুমার ,
যাবে অচিনপুরে
নাইরে রাত নাইরে দিন
থাকবো মোরা পরে ।
নাই বা থাকবে কারোর
আনাগোনা এই পথে
নাইবা থাকবে কলরব সেই ঘাটে
এই স্বাদের জীবন
করবো সমার্পন
কেউ বা বলবে না পাগল
কেউ বা করবে না জ্বালাতন ,
মোদের সাথে কেউ রবে না
থাকব সারাক্ষণ
আমরা দু’জন।
ঘাটের মাঝি পাল উড়াবে
চলবে গায়ের এই পথে ,
মাঝি মাল্লার গান শুনিয়ে
চলবে মাঝি তার ঘাটে
তুমি আমি গানের সুরে
ঘুমিয়ে পড়বো একি সাথে ,
ভোরের শুভ লগনে জাগবো
নতুন প্রণয়ন নিয়ে ।
স্বপ্ন তোমার আমার রবে
মধুর আলিঙ্গনে ,
নতুন দিনের আশায়
নতুন প্রত্যাশায় শুভ হয়ে ।
শত জন্মে শত আসা
থাকবে মোদের ভালোবাসা ,
স্মৃতি হয়ে কাগজের পাতায়
কোন এক গদ্যের ভাষায়
না হয় কবিতা খাতায়।
অমর হবে তোমার আমার
জীবন কাহিনী অদৃশ্য রুপে,
কল্পনার এই আঁকাবাঁকা পথ
শেষ হবে যখন
রবে না কিছুই তখন
হবে তোমার আমার মিলন।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৮   ২৬৩০ বার পঠিত