বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
হাতীবান্ধায় আর্সিয়া বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Home Page » শিক্ষাঙ্গন » হাতীবান্ধায় আর্সিয়া বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গ-নিউজঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আর্সিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচ,এস,সি (বিএম) পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ২ টায় ঐ কলেজ মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
আর্সিয়া বিএম কলেজের অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় (বিপুল) এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল, ভেলাগুড়ী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মন্ডল, সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, দৈখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুধাংশু ভূষণ রায়, জেলা পরিষদের মহিলা সদস্য মর্জিনা বেগম।
উল্লেখ্য আর্সিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি সকল পরীক্ষার ফলাফলে বরাবরেই লালমনিরহাট জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে।
বাংলাদেশ সময়: ২১:৩১:১০ ৬৬৩ বার পঠিত