বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮

মহাসড়কে পুলিশের দৌরাত্বে অতিষ্ট যানবাহন চালকেরা

Home Page » প্রথমপাতা » মহাসড়কে পুলিশের দৌরাত্বে অতিষ্ট যানবাহন চালকেরা
বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮



---

ফরিদপুর অফিস:- ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পুলিশের দৌরাত্বে অতিষ্ট যানবাহন চালকেরা। যানবাহন চালকদের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে ও রাতে একাধারেই চলে পুলিশের চাঁদাবাজী। ট্রাফিক পুলিশ ও হাই-ওয়ে পুলিশের চাঁদাবাজীতে বিপাকে পড়ছেন যানবাহন চালকেরা। বিশেষ করে ট্রাক, পিক-আপ ও কাভার ভ্যান চালকদের দূর্ভোগের শেষ নেই। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাক চালক অরুণ মালো, রিপন বেপারী, গৌতম সাহা, মাসুদ শেখ, মো: ফরিদ অভিযোগ করে বলেন, সব সময়ই আমাদের টাকা-পয়শা দিতে হয়। আমাদের গাড়ীর কাগজ-পত্র ঠিক থাকলেও টাকা দিতে হয়। তাদের বিরুদ্ধে কথা বলবে কে? কথা বল্লেইতো মামলার ভয় দেখায়।
সরেজমিনে পাওয়া যায়, ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভা সংলগ্ন, ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের ১নং ব্রিজ সংলগ্ন, ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী, ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বামণকান্দা ব্রিজ সংলগ্ন স্থানে প্রকাশ্যেই চলছে চাঁদাবাজী।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্স্পেক্টর আরিফুর রহমান বলেন, যদি কেও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকে। তাহলে, তার কর্মকান্ডের ফল তাকেই ভোগ করতে হবে।
হাই-ওয়ে থানার ওসি এজাজ উদ্দিন বলেন, আমাদের হাই-ওয়ে পুলিশরা গাড়ী থামিয়ে চাঁদাবাজী করেনা। তবে, এ বিষয়ে যথাযথ প্রমাণ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৯   ৬৯০ বার পঠিত   #  #  #  #  #