বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
‘বঙ্গবন্ধু থাকলে যেটা দশ বছরে হতো, সেটা করতে অনেক বছর লাগলো’
Home Page » আজকের সকল পত্রিকা » ‘বঙ্গবন্ধু থাকলে যেটা দশ বছরে হতো, সেটা করতে অনেক বছর লাগলো’বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা সেখান থেকে ১ ধাপ উন্নতি করেছি। সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকলে যেটা ১০ বছরে হতো, সেটা করতে আমাদের অনেক বছর লেগে গেল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কেন পিছিয়ে থাকবো, কেন অন্যের কাছে হাত পাতবো? দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটাকে অব্যাহত রাখতে হবে। এটা যেন থেমে না যায়।
এসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এই অর্জনের জন্য সরকার শুধুমাত্র পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। কিন্তু কৃষক-শ্রমিক-পেশাজীবী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশের মানুষ আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাদের পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। এছাড়াও আমাদের সঙ্গে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। সেই সঙ্গে বন্ধুপ্রতীম দেশগুলো এগিয়ে এসেছে আমাদের এই অগ্রযাত্রায়। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পেরেছি। সে জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সময়: ১৩:৪০:৩৮ ৭০৩ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper