বুধবার, ২১ মার্চ ২০১৮
কবি বিপ্লব সাহা রচিত কবিতা”অনুর্বর বিবেক স্বত্বা”
Home Page » সাহিত্য » কবি বিপ্লব সাহা রচিত কবিতা”অনুর্বর বিবেক স্বত্বা”অনুর্বর বিবেক স্বত্বা
————–বিপ্লব সাহা
বিকৃত তুমি –
নষ্টের চাষাবাদই তোমার পুঁজি ,
নষ্ট তুমি–
অন্যের উর্বরায় শংকিত তোমার আগামী;
ভাবছ তুমি-
অনুর্বর উদ্ধানে সোনা ফলা উর্বরা শক্তির তেজদ্বীপ্তি !
আসলেই তুমি
নষ্ট পরম্পরার নগ্নিত প্রেতাত্মা,
তোমাতেই
জগতের আমুল অবক্ষয় অবিসম্ভাবি।
তোমার জন্ম হয়েছে শুধু–
অশনি সংকেতের মহা প্রলয়ের জন্যে।
যা তুমি পেয়েছ,
সবি প্রকৃতির অমোঘ নিয়মালোয় ;
প্রকৃতির শুভ্র স্নাত সৃষ্টি’র সাথে রূঢ় আচরণ–
চেতনা বিরুদ্ধ বিকৃত মনের নগ্ন স্বত্বারই সামিল।
বাংলাদেশ সময়: ২০:৫৯:১৫ ৮৩৫ বার পঠিত