বুধবার, ২১ মার্চ ২০১৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার উপজেলার ‘রাজাকার’ রিয়াজের রায় যেকোন দিন

Home Page » জাতীয় » ময়মনসিংহের ফুলবাড়ীয়ার উপজেলার ‘রাজাকার’ রিয়াজের রায় যেকোন দিন
বুধবার, ২১ মার্চ ২০১৮



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ‘রাজাকার’ মো. রিয়াজ উদ্দিন ফকিরের (৬৫) বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

প্রসিকিউটর ঋষিকেশ সাহা  এ তথ্য জানান।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় হত্যা, গণহত্যা, অগ্নিসংয়োগ ও লুটপাটসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আসামিপক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুর রহমান।

২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় মো. রিয়াজ উদ্দিন ফকির ও তার ভাই ওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২০১৫ সালের ১১ আগস্ট গ্রেফতারের পর থেকে রিয়াজউদ্দিন কারাগারে রয়েছেন। আর পলাতক অবস্থায় মারা যান ওয়াজউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪:৩২:১৮   ৬২৭ বার পঠিত   #  #  #  #  #  #