বুধবার, ২১ মার্চ ২০১৮
হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নিহত ২
Home Page » প্রথমপাতা » হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নিহত ২
বঙ্গ-নিউজঃ হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নুর আলী (৪০)।
স্থানীয়রা জানান, ফরহাদ মিয়া ও নুর আলী শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেওয়ার জন্য একটি সিএনজি নিয়ে বাড়ি থেকে রওয়ানা দেন। দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে সিএনজি অটোরিকশাটি পৌঁছলে সিলেট গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিমউদ্দিন জানান, শ্যামলী পরিবহনের বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাংলাদেশ সময়: ১১:৪৫:১৬ ৫৫৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #breaking news #daily newspaper