বুধবার, ২১ মার্চ ২০১৮
টেপরি বর্মনের জীবনের দুঃখগাথা নিয়ে মিজানের নতুন গান ‘বীরাঙ্গনা’
Home Page » ফিচার » টেপরি বর্মনের জীবনের দুঃখগাথা নিয়ে মিজানের নতুন গান ‘বীরাঙ্গনা’বঙ্গ-নিউজঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি বর্মনের জীবনের দুঃখগাথা জনসমক্ষে উঠে এসেছে শবনম ফেরদৌসী নির্মিত প্রামান্যচিত্র ‘জন্মসাথী’র মাধ্যমে। তার সন্তান যুদ্ধশিশু সুধীরকে নিয়ে এখনও মানবেতর জীবন যাপন করছেন তিনি। এবার তাকে নিয়ে গান করলেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান।
‘বীরাঙ্গনা’ শিরোনামের গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর ও সংগীতায়োজন করেছেন রাজিব হোসাইন।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
গানটি প্রসঙ্গে মিজান বলেন, “দেশকে স্বাধীন করতে গিয়ে অনেক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। দেশ এসব সম্ভ্রম হারানো মা-বোনদের সর্বোচ্চ সম্মান ‘বীরাঙ্গনা’ উপাধিদিয়েছেন। সেই বীরাঙ্গনাদের নিয়েই গানটি। গানের কথাগুলো শ্রোতাদের ভাবাবে।”
গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ জানালেন, “১৯৭১ সালে পাক বাহিনী ও রাজাকার দ্বারা অমানসিক নির্যাতনের স্বীকার হয়েছেন টেপরি বর্মন। তাকেনিয়েই গানটি লিখেছি।
আমি হৃদয়ে ধারণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে। আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলোকে যাতে তাদের মনে, মননে ও মগজে ধারণ করে সেটিমাথায় রেখেই আমার এই প্রয়াস।”
আগামী ২২ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট এবং জিপি মিউজিকে।
বাংলাদেশ সময়: ২:৫৩:০৫ ১২৮০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #বিনোদন #মিজানের নতুন গান ‘বীরাঙ্গনা