মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ছয়জন নিহত
Home Page » প্রথমপাতা » বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ছয়জন নিহতবঙ্গ-নিউজঃ সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার ভৈরব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রাথমিকভাবে দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে এবং পিকআপ ভ্যানটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার সময় ভৈরব নগর এলাকায় সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে নিহত ও হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২:১২:৩১ ৫৩৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News