সোমবার, ১৯ মার্চ ২০১৮

তাহিরপুরে সাত বছরের শিশুর হাতের আঙ্গুল কেটে দিল পিআইসি সভাপতি

Home Page » এক্সক্লুসিভ » তাহিরপুরে সাত বছরের শিশুর হাতের আঙ্গুল কেটে দিল পিআইসি সভাপতি
সোমবার, ১৯ মার্চ ২০১৮



সুনামগঞ্জ প্রধিনিধি, বঙ্গ-নিউজ:-সুনামগঞ্জেরর তাহিরপুরে সাত বছরের শিশুর ডান হাতের চারটি আঙ্গুল কেটে দিয়েছেন এক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি।

গেল শনিবার বিকেলে তাহিরপুরের মহালিয়া হাওরের  ময়নাখালি বাঁধের কাছে এই ঘটনা ঘটে। ময়নাখালি বাঁধের ২৮ নাম্বার প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ওয়াদুদ মিয়া এ কাণ্ড ঘটিয়েছেন।

আহত শিশুর নাম ইয়াহিন মিয়া  তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের শাহানুর মিয়ার ছেলে ও  সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

স্থানীয় প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, গেল শনিবার বিকেলে ইয়াহিন মিয়া তার সঙ্গীদের নিয়ে  মহালিয়া হাওর পাড়ে ময়নাখালি বাঁধের ওপর দিয়ে হেটে যাওয়ার সময় শিশুটি পা পিছলে বাঁধের নিচে পড়ে যায়। এ সময় নির্মানাধীন বাঁধের ড্রেসিংয়ের কাজে সামান্য ক্ষতি হয়। এসময় পিআইসির সভাপতি ওয়াদুদ মিয়া বিষয়টি দেখতে পেয়ে শিশুটির হাতে থাকা কাঁচি কেড়ে নিয়ে হাতের চারটি আঙুল কেটে দেয়।

ইয়াহিনের পরিবার সূত্রে জানা গেছে, বাঁধের ওঠার অভিযোগে ইয়াহিনের ডান হাতের চারটি আঙুল কাঁচি দিয়ে কেটে দেন পিআইসির সভাপতি অওদুদ। শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে সে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ডাক্তরের চিকিৎসাধীন রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, ‘আমরা অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে মাঠে তৎফর আছি।বঙ্গ-নিউজ

বাংলাদেশ সময়: ৭:৫৭:২২   ৯২২ বার পঠিত