সোমবার, ১৯ মার্চ ২০১৮

কালিয়াকৈর মোবাইল ফোন সমিতির পুর্নাঙ্গ কমিটি গঠন

Home Page » সংবাদ শিরোনাম » কালিয়াকৈর মোবাইল ফোন সমিতির পুর্নাঙ্গ কমিটি গঠন
সোমবার, ১৯ মার্চ ২০১৮



kaliakair

মো:ফজলুল হক,বঙ্গ নিউজ: মোঃ আতিকুজ্জামান (মারুপ) সভাপতি ও মোঃ সেলিম হোসেনকে সাধারন সম্পাদক করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোবাইল ফোন সমবায় সমিতির ৬ উপদেষ্টা ও ২০ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ নতুন কমিটি শনিবার বিকালে গঠন করা হয়েছে।
মোঃ ছানোয়ার হোসেন লিন্টুর সভাপতিত্বে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি-১ মোঃজুয়েল রানা, সহ সভাপতি-২ মো:মিরাজুল ইসলাম, যুগ্নসাধারন সম্পাদক-(১) মোঃ মিজান, যুগ্নসাধারন সম্পাদক-(২) মো:ফারুক হোসেন, সাংগঠিন সম্পাদক মিলন পাল,যুগ্ন সাংগঠিন সম্পাদক মোঃসানোয়ার হোসেন,কোষাদক্ষ্য কাজল পাল,যুগ্ন কোষাদক্ষ্য মোঃ জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ হামিদ হোসেন ,প্রচার সম্পাদক মোঃ রফিক হোসেন,যুগ্ন প্রচার সম্পাদক মোঃ সাগর আহম্মেদ,ক্রীড়া সম্পাদক মোঃ রহিজ উদ্দিন ,নির্বাহী সদস্য-১ মোঃ ছানোয়ার হোসেন লিন্টু, নির্বাহী সদস্য-২ মোঃ কাজুউল ইসলাম রানা, নির্বাহী সদস্য-৩ মোঃ রফিক, নিবাহী সদস্য-৪ মোঃ বুলবুল হোসেন, নিবাহী সদস্য-৫ মোঃ সোহেল রানা।

বাংলাদেশ সময়: ০:৩৫:০৮   ৬৫৯ বার পঠিত