রবিবার, ১৮ মার্চ ২০১৮
হাতীবান্ধায় ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » হাতীবান্ধায় ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: বঙ্গ-নিউজঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে উক্ত কর্মসূচী পালিত হয়।
হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি এসএম আলতাফ হোসাইন সুমন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তিরাণী সরকার, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক মোঃ ইউনুস আলী, উপজেলা সম্ভাবনা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক ঢাকার কন্ঠ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসমত আলী, হাতীবান্ধা দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধিপাপেল দাস, দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি কাজী শাহ আলম, নতুন সময়ের জেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত, বঙ্গ-নিউজ ডটকম এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:২৫:২৬ ৭৮০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #breaking news #daily newspaper #World News