রবিবার, ১৮ মার্চ ২০১৮

প্রথম বার হাওরে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতার জন্মদিন উদযাপন

Home Page » প্রথমপাতা » প্রথম বার হাওরে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতার জন্মদিন উদযাপন
রবিবার, ১৮ মার্চ ২০১৮



হাপাধাআল-আমিন আহমেদ, বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জের মধ্যনগরের ঘোড়াডোবা হাওরে গতকাল ১৭ ই মার্চ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মদিন পালন করে (হাপাধা)”হাওর পারের ধামাইল বাংলাদেশ” কেন্দ্রীয় সংগঠন।

এই বর্ণাঢ্য আয়োজনগুলোর মধ্যে ছিল হাওরের নিজস্ব সংস্কৃতি থেকে নেওয়া বঙ্গবন্ধুকে নিয়ে ধামাইল গান, করতাইল ধামাইল, বাউল গান, মাছ ধরা প্রতিযোগিতা, ফলার সৃষ্টির কাহিনী ও সন্ধ্যায় ৯৮ টি মোমবাতি প্রজজ্বলন করে জাতির পিতার ৯৮তম জন্মদিন পালন করা হয়।

শিশু-বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেনী পেশার মানুষ এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে।

এই সময় উপস্থিত ছিলেন হাওর পারের ধামাইল(হাপাধা) প্রতিষ্ঠাতা, বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি  ও হাওর গভেষক সজল কান্তি সরকার, হাওর কবি জীবন কৃষ্ণ সরকার, সমাজ সেবক পরিতোষ রায়, সাবেক মেম্বার উপেনান্দ্র সরকার, প্রবীন শিক্ষক বিজয় সরকার, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায় এবং আয়োজক গোপেশ সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:০০:৪৩   ৭৪৯ বার পঠিত