রবিবার, ১৮ মার্চ ২০১৮

বাজারে আনছে ৪২ মেগাপিক্সেল ক্যামেরার নকিয়া ফোন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বাজারে আনছে ৪২ মেগাপিক্সেল ক্যামেরার নকিয়া ফোন
রবিবার, ১৮ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ খুব শিগগিরই বাজারে আনছে ৪২ মেগাপিক্সেল ক্যামেরার নকিয়া ফোন। এটি নকিয়া সোয়ান ফোন। এই ফোনটিকে বলা হচ্ছে ক্যামেরা বিস্ট। বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও ফোনটিতে থাকছে ৮ জিবি র‌্যাম।

নকিয়া সোয়ানে থাকছে ৬.৬ ইঞ্চির অ্যামোলিড ক্যাপসিটিভি টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।

৬ ও ৮ জিবি এই দুই র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। উভয় ভার্সনের ফোনে থাকছে ১২৮ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫চিপসেট থাকছে। ব্যাকআপের জন্য রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে কোয়ালকমের কুইক চার্জ ৩.০ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২১:১৭   ৫৪৭ বার পঠিত   #  #  #  #  #  #