
রবিবার, ১৮ মার্চ ২০১৮
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আগুনে দুই শিশুসহ চারজনের মৃত্যু
Home Page » প্রথমপাতা » সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আগুনে দুই শিশুসহ চারজনের মৃত্যুবঙ্গ-নিউজঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ চারজন দগ্ধ হয়ে মারা গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কয়েকজন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের লক্ষণাবন গ্রামে এই আগুন লাগে। আজ রোববার সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজন মারা যায়। তাদের মধ্যে দুজন শিশু। তারা ঘুমন্ত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, আগুনে দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:১০:২৬ ৬৯৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News