
রবিবার, ১৮ মার্চ ২০১৮
বিয়ে করেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া
Home Page » বিনোদন » বিয়ে করেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া
বঙ্গ-নিউজঃ বিয়ে করেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া সরণ। গত মাসে তার বিয়ের গুঞ্জন ওঠে। শেষমেশ সেই গুঞ্জনের পরিণতি ঘটে- গত সোমবার তিনি বিয়ের কাজটি সেরে ফেলেছেন।
দীর্ঘদিন প্রেমের পর রুশ নাগরিক আন্দ্রেই কোশশেভকে সাত পাঁকে বেঁধেছেন এ দক্ষিণী নায়িকা। সোমবার মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেন শ্রেয়া-কোশশেভ।
অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ ছিলেন না। তারকাদের মধ্যে অভিনেতা মনোজ বাজপেয়ি ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। তারা মুম্বাইয়ে শ্রেয়ার প্রতিবেশী।
বিয়ের আগের দিন একটি ঘরোয়া অনুষ্ঠানে শুভাকাক্ষীদের সঙ্গে কোশশেভকে পরিচয় করিয়ে দেন শ্রেয়া। কোশশেভ রাশিয়ার জাতীয় টেনিস দলের খেলোয়াড় এবং ব্যবসায়ী। বিয়ের আগে তাদের প্রেমের বিষয়ে কেউ কেউ জানলেও তারা কখনো প্রকাশ্যে আসেননি।
দক্ষিণী সুপারস্টার শ্রেয়া রজনীকান্ত, মহেশ বাবু, প্রভাস, বিজয়সহ নামী অনেক তারকার সঙ্গে কাজ করেছেন। দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদেরেএকজন শ্রেয়া বলিউডেও বিচরণ করছেন অনেক দিন ধরে।
বাংলাদেশ সময়: ০:২১:৩০ ৭৪৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #hot news #World News