শনিবার, ১৭ মার্চ ২০১৮

ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনা ১৫ বাংলাদেশিসহ ২৫ জনের মরদেহ শনাক্ত

Home Page » জাতীয় » ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনা ১৫ বাংলাদেশিসহ ২৫ জনের মরদেহ শনাক্ত
শনিবার, ১৭ মার্চ ২০১৮



ছবি:ইন্টারনেট থেকে বঙ্গ-নিউজ: নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্তে নিহত ১৫ বাংলাদেশি ৯ জন নেপালি আর একজন চীনা নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দেশটিতে সফররত বাংলাদেশ মেডিকেল টিমের সদস্য ও ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ।

এর আগে শনিবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০৭২ ফ্লাইটে করে দুর্ঘটনায় আহত শেখ রাশেদ রুবায়েতকে দেশে নিয়ে আসা হয়েছে।

দুপুর ৩টা ০৫ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটি অবতরণ করে। রুবায়েতের আগে শাহরিন আহমেদ, কামরুন নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি ও মেহেদী হাসান নামে চারজনকে গত দু’দিনে বাংলাদেশে এনে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার সব খরচ ইউএস-বাংলা কর্তৃপক্ষ বহন করবে। একইসাথে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনকে প্রধান করে ১৩ চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

উল্লেখ্য, ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হয়েছে। সোমবার (১২ মার্চ) আড়াইটার দিকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

বিধ্বেস্তের সময় বিমানে চারজন ক্রু ও ৬৭ যাত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৯:০৪   ৫৩৬ বার পঠিত   #  #  #  #  #  #