শনিবার, ১৭ মার্চ ২০১৮
কোটালীপাড়ায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক
Home Page » প্রথমপাতা » কোটালীপাড়ায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক
বঙ্গ-নিউজঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- স্বাধীন দাড়িয়া (২৪), সুমন হাওলাদার (২৬), ফয়সাল শেখ (২২) ও রমজান দাড়িয়া (২৭)।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার তারাশি ব্রিজের নিচ থেকে তাদেরকে আটক করে। এ সময় জুয়েল দাড়িয়া নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, আটককৃত চার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। শুক্রবার রাতে মাদক বিক্রির সময় চার জনকে আটক করা হয়। এ সময় জুয়েল দাড়িয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৪১ ১৩১৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News